বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:২০
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:২২

চট্টগ্রামে আমীর খসরু’র পক্ষে সনাতনী আইনজীবী পরিষদের গণসংযোগ

ছবি : বাসস

চট্টগ্রাম, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছেন সনাতনী আইনজীবী পরিষদ।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়  গণসংযোগ করেন সনাতনী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে ৩৭ নম্বর ওয়ার্ডের পোর্ট কলোনি, নিউ মার্কেট ও পোর্ট ইস্ট কলোনি এবং ৩৮ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়া, ধোপা পাড়া ও নাম্বার-১ সাইড কলোনিতে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

গণসংযোগকালে আইনজীবী নেতারা বিভিন্ন বয়সী ভোটারদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন।

এ সময় তারা বলেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চট্টগ্রাম-১১ আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বিজয়ী করতে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মহানগর জিপি অ্যাডভোকেট আবুল কাশেম, সনাতনী আইনজীবী পরিষদ নেতা এডভোকেট শিপন কুমার দে, এডভোকেট সজীব চৌধুরী, এডভোকেট যিশু কৃষ্ণ রক্ষিত, এডভোকেট সত্যঞ্জয় বড়ুয়া, এডভোকেট পঙ্কজ কান্তি দে, এডভোকেট কাঞ্চন চৌধুরী ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলনেতা মোখলেসুর রহমান।