বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:০৩

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ও তার স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. সাইদুল ইসলামের নামে থাকা ২২৩ শতক ও তার স্ত্রী শায়লা আক্তারের নামে থাকা ৪০৪ শতক জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাইদুল ইসলামের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১৯ লাখ টাকার সম্পদ অর্জন এবং শায়লা আক্তারের নামে ১ কোটি ৪৪ লাখ টাকার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনসহ ২ কোটি ৬৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং উক্ত টাকা হস্তান্তর, রুপান্তর ও স্থানান্তরপূর্বক পরস্পর সহযোগিতার মাধ্যমে দুর্নীতি করা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামি নিজ নামীয় ও তার স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে।