শিরোনাম

নওগাঁ, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে র্দীঘ ২০ বছর পর আগামীকাল বৃহস্পতিবার নওগাঁয় সমাবেশে যোগ দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ সমাবেশ ঘিরে সকল প্রস্তুতির কাজ চলছে জোরেশোরে।
সমাবেশকে ঘিরে নওগাঁ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশে ব্যাপক সংখ্যক লোকজনের সমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি।
জানা যায়, দীর্ঘ ২০ বছর পর উত্তরের জেলা নওগাঁয় আসছেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে সাজ সাজ রব জেলা জুড়ে। দলের হাল ধরার পর প্রথমবারের মতো নওগাঁয় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
দলের প্রধানের সফর সফল করতে সব ধরনের প্রস্তুিত নিয়েছেন নেতাকর্মীরা। তিনি নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন সমাবশে। একইসঙ্গে জনগণের মধ্যে বিএনপির প্রতিশ্রুতি ব্যক্ত করবেন।
নওগাঁ জেলা বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর নওগাঁয় এটি তার প্রথম কর্মসূচি। বিএনপির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। বিভিন্ন কাজ সম্পন্ন করার লক্ষ্যে ও সুশৃঙ্খল-শান্তিপূর্ণ সমাবেশ করতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। নওগাঁবাসী তাকে এক নজর দেখার ও বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
নওগাঁ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, তারেক রহমানের এই সফর নেতাকর্মীদের যেমন উজ্জীবিত করবে, তেমনি জোরালো হবে নির্বাচনী প্রচার। নওগাঁ জনসভায় বক্তব্য শেষে পৈত্রিক ভিটা ও নির্বাচনী এলাকা বগুড়ায় যাবেন তারেক রহমান।