বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩০

টাঙ্গাইলে বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি : বাসস

টাঙ্গাইল, ২৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির পোলিং এজেন্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আসনটিতে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে ভোটকেন্দ্রভিত্তিক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ কর্মশালা হয়। এতে পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচনী আইন এবং আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

কর্মশালাটি বিএনপির কেন্দ্রীয় পোলিং এজেন্ট ও ক্যাম্পেইন ম্যানেজমেন্ট টিমের তত্ত্বাবধানে পরিচালিত হয়।