বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ২০:১৯

র‌্যাব ফোর্সেসের অফিসিয়াল ফেসবুক পেজ পরিবর্তন

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : র‌্যাব ফোর্সেস-এর অফিসিয়াল ফেসবুক পেজ পরিবর্তনসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণ এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য নিরাপত্তাজনিত কারণে এবং দাপ্তরিক সিদ্ধান্ত মোতাবেক র‌্যাব ফোর্সেস এর পূর্ববর্তী ফেসবুক পেজটি (নাম : Rapid Action Battalion - RAB online media cell, URL: https://facebook.com/rabforcesoffial)  স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

র‌্যাব ফোর্সেস এর সকল অভিযানিক কর্মকাণ্ড, সচেতনতামূলক প্রচারণা এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে এখন থেকে নতুন অফিশিয়াল ফেসবুক পেজটি সচল থাকবে। র‌্যাব ফোর্সেস এর নতুন অফিশিয়াল ফেসবুক পেজ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো :

পেজের নাম : Rapid Action Battalion-RAB  সঠিক URL: https://www.facebook.com/RABHQ এমতাবস্থায়, দেশের সকল নাগরিক ও গণমাধ্যম কর্মীদের অনুরোধ করা যাচ্ছে যে, পূর্বের পেজটির (নাম : : Rapid Action Battalion - RAB online media cell, URL: https://facebook.com/rabforcesoffial) সঙ্গে বর্তমানে র‌্যাবের কোনো প্রকার সংশ্লিষ্টতা না থাকায়, বিভ্রান্তি এড়াতে এবং সঠিক ও দ্রুত তথ্য পেতে উপরিউক্ত নতুন পেজটি (Rapid Action Battalion- RAB)  অনুসরণ (Follow) করার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।

র‌্যাব ফোর্সেস সবসময়ই সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। আমাদের এই ডিজিটাল প্ল্যাটর্ফম পরিবর্তনের সিদ্ধান্তটিও একটি নিরাপদ এবং শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

অপ্রাসঙ্গিক বা ভুয়া কোনো পেজ থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।