বাসস
  ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৫

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন। 

নিহতরা হলেন— কলেজ শিক্ষার্থী খায়রুল হোসেন কামরুল (২১) ও তার বন্ধু মো. ইয়াসিন (২৫)। 

গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক সড়ক দুর্ঘটনায় দুই জনের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 

তাদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

খায়রুল কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়ার হারুনুর রশীদের ছেলে। তিনি রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। 

ইয়াসিন মোটরসাইকেল বেচা-কেনার ব্যবসা করতেন। তার বাবার নাম ফয়েজ উদ্দিন।
দুর্ঘটনার সময় দুজন একই মোটরসাইকেলে ছিলেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

রাত ১১টার দিকে খায়রুলকে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসক। 

পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে ইয়াসিনও মারা যান।