শিরোনাম

পাবনা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দেশে আধিপত্যবাদীদের স্থান হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর দেশের মান মর্যাদা অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিলো। এখন থেকে সেটি হতে দেয়া যাবে না। দেশে কোনো আধিপত্যবাদীদের স্থান হবে না।
তিনি বলেন, কিছু লোক চাঁদাবাজি ও দখলবাজি করে নিজেদের ভাগ্য বদল করছেন। আমরা সরকার গঠন করলে চাঁদাবাজ-দুর্নীতিবাজদের হাত ভেঙে দেবো। ন্যায়বিচার ও সাম্যতা নিশ্চিত করব।
দশ দলীয় জোটে পাবনাবাসীর কাছে ভোট দাবি করে জামায়াত আমীর বলেন, বস্তাপচা রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে। গণভোটে হ্যাঁ বলতে হবে। দ্বিতীয় ভোট দেবেন সরকার গঠনের জন্য। দশ দল মানে বাংলাদেশ। এই বাংলাদেশকে ভোট দেবেন। পাবনায় দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে আপনাদের আমাদের কাছে যেতে হবে না। আমরা খুঁজে খুঁজে আপনাদের কাছে যাবো।
জনসভায় জেলা জামায়াতের আমীর ও পাবনা ৪ আসনের প্রার্থী আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান, পাবনা-২ আসনের অধ্যাপক হেসাব উদ্দিন, পাবনা-৩ আসনের মাওলানা আলী আছগার ও পাবনা-৫ আসনের প্রিন্সিপাল ইকবাল হুসাইনসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।