শিরোনাম

কুমিল্লা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার সুযোগ সৃষ্টি করবে।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে এসেছে। নানা প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। এখন সময় এসেছে জনগণের ভোটের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি একটি জনসম্পৃক্ত ও জনপ্রিয় রাজনৈতিক দল। দেশের উন্নয়ন, মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে বিএনপির বিকল্প নেই। সে লক্ষ্য অর্জনে সকল ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচারকে গুরুত্ব দিয়ে রাজনীতি করে। ইসলামী শিক্ষার মানোন্নয়ন, আলেম-ওলামাদের কল্যাণ এবং নৈতিক সমাজ গঠনে বিএনপি সবসময় অগ্রাধিকার দিয়ে কাজ করেছে। জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইসলামী আদর্শ ও নৈতিকতার আলোকে দেশ পরিচালনার প্রতিশ্রুতিও দেন তিনি।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোসলেম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মীর ওয়াসিম মুন্সী, অধ্যক্ষ আবদুর রহমান, আনোয়ার হোসেন চেয়ারম্যানসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।