বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:০১

তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম। ছবি: বাসস

চট্টগ্রাম, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামের মাটিতে পা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার, ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় তিনি নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। দলীয় চেয়ারম্যানকে বরণে প্রায় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধসহ, জনসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শেষ মুহূর্তে প্রস্তুত মঞ্চসহ পুরো রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠ। চট্টগ্রাম মহানগর ও কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে মাঠ পরিদর্শন করেছেন এবং সার্বিক নজরদারি ও খোঁজখবর রাখছেন। এছাড়া মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে বিমানবন্দর থেকে হোটেল র‌্যাডিসন ব্লু, জনসভাস্থল ও সড়কপথে ফেনী সফরকালীন শহর থেকে জেলার সীমান্তবর্তী মিরসরাই পর্যন্ত নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা।

সমাবেশকে ঘিরে চট্টগ্রামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বন্দর নগরী জুড়ে সাজ সাজ রব। নগরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে এলাকার মূল সড়ক থেকে অলিগলি। বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা, স্বাগত মিছিল ও প্রচারণা কর্মসূচি চলছে। তারেক রহমানকে বরণে প্রায় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। দলের নেতাদের আশা, সমাবেশে অন্তত ১৫ লাখ মানুষের সমাগম ঘটবে এবং অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মঞ্চের সামনে থাকবে নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তা তদারকির জন্য বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবে। নারী ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। তারপরের অংশে সমাবেশে যোগ দেওয়া কর্মীরা থাকবেন।

সফরসূচি অনুযায়ী, তারেক রহমান শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বিমানে চট্টগ্রামে পৌঁছাবেন এবং হোটেলে রাত্রিযাপন করবেন। রোববার সমাবেশে যোগ দেওয়ার আগে সকালে রেডিসন ব্লুতে ১৫০ জন ছাত্র-যুবকদের অংশগ্রহণে ‘পলিসি ডায়ালগ’ শিরোনামে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। প্রশ্নোত্তর আদলে এই অনুষ্ঠানে তারেক রহমান ছাত্র-যুবদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। সমাবেশ শেষে তিনি সড়কপথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে বিভিন্ন নির্বাচনী সভায় যোগ দিবেন।

বিশাল পলোগ্রাউন্ড মাঠের পশ্চিম দিকে ৬০ ফুট প্রস্থ, ১০০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট উচ্চতায় ৬ হাজার বর্গফুটের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে ঢাকা থেকে আগত ৩০জন ও স্থানীয় নেতৃবৃন্দের ৬০জনসহ মোট ৯০জন বসার ব্যবস্থা থাকবে। মঞ্চের চতুর্দিকে ৩ স্তরের বাঁশের বেষ্টনী দিয়ে মূল পোডিয়াম সুরক্ষিত করা হয়েছে। ৩ শ’ মাইকের মধ্যে সভাস্থল ছাড়াও পূর্বদিকে নিউমার্কেট, দক্ষিণ-পশ্চিমে দেওয়ানহাট মোড় ও উত্তরে ইস্পাহানী মোড় পর্যন্ত সাউন্ড সিস্টেমের আওতায় আনা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে মহানগর বিএনপির নেতারা তারেক রহমানের মহাসমাবেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। পুলিশ কমিশনার পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এদিকে তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি। জনসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় শুক্রবার, ২৩ জানুয়ারি গণবিজ্ঞপ্তি জারি করেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলাকায় কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা বিরোধী কোনো বস্তু প্রদর্শন, প্ল্যাকার্ড বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া জনসমাবেশ এলাকায় ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০’এর ধারা ৯ ও ১৩ অনুযায়ী অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ বলেন, ‘আমরা আশা করি অতীতের সব রেকর্ড ভঙ্গ করে পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে রূপান্তর হবে। ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের দলের চেয়ারম্যানকে বরণে আমরা প্রস্তুত।’

বিএনপির ঘাঁটি ও স্মৃতিবিজড়িত চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠ। ঐতিহাসিক এ মাঠ থেকে বিএনপির নতুন চেয়ারম্যান কী বার্তা দিবেন তার অপেক্ষায় পুরো চট্টগ্রামবাসী।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী। শুধু দলের নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিবেন।

সর্বশেষ ২০১২ সালে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মায়ের পছন্দের সেই মাঠে এবার আসছেন তারই সন্তান দলের নতুন চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ২১ বছর আগে ২০০৫ সালের মে মাসে সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। ওইসময় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জন্য ভোট চেয়ে লালদীঘি মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন।