বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১২:১৮

রংপুরে নির্বাচনি প্রচারণা জোরদার

ছবি: বাসস

রংপুর, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের অন্যতম সচেতনতামূলক প্রচার কার্যক্রম ‘ভোটের রিকশা’ জেলায় শুরু হয়েছে। 

রংপুর জেলা তথ্য অফিস গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) তারাগঞ্জ উপজেলায় এ কার্যক্রমের সূচনা করে।

এই ‘ভোটের রিকশা’র মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনি আচরণবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়। পাশাপাশি ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক গান, জিংগেল ও বিভিন্ন বার্তা সম্প্রচার করা হচ্ছে।

তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চেপচেপির বাজার, শিল্পপাড়া, বামনদিঘি বাজার, বালাপাড়া বাজার, উত্তর হাজীপুর, উত্তর হাজীপুর দিঘলপাড়া, হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, জানের পাড় গ্রাম, বাইনের টারী গ্রাম ও দক্ষিণ হাজীপুরে এ প্রচার কার্যক্রম পরিচালিত হয়।

এ ছাড়া সয়ার ইউনিয়নের কাজীপাড়া, দামোদরপুর, চালিয়াপুরের হাট, দামোদরপুর বনপাড়া, সরদারপাড়া, পাইকানপাড়া, পাশারী পাড়া, ঢাঙ্গা পাড়া ও চাকলার পাড়ায় ‘ভোটের রিকশা’ ঘুরে ঘুরে প্রচার কার্যক্রম চালায়।

জেলা তথ্য অফিসের পরিচালক ড. মোখাকখারুল ইকবাল জানান, নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের গণযোগাযোগমূলক কার্যক্রমের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অব্যাহত থাকবে।