বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৩:৫৩

বিআরটিএ ও আহ্ছানিয়া মিশনের প্রশিক্ষণ নিলেন ১,১৮০ চালক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা আহ্ছানিয়া মিশন (ড্যাম) যৌথভাবে তামাকের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে ১ হাজার ১৮০ জন গণপরিবহন চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  ছবি: বাসস

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : তামাকের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে ১ হাজার ১৮০ জন গণপরিবহন চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা আহ্ছানিয়া মিশন (ড্যাম) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

চলতি মাসে রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শীর্ষক সাত ধাপের এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কারিগরি সহায়তা দেয় ড্যামের স্বাস্থ্য খাত।

প্রশিক্ষণ সেশনে ড্যামের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আদুত রহমান ইমন একটি তথ্যচিত্রের মাধ্যমে তামাকের ক্ষতিকর দিক ও তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা তুলে ধরেন। প্রশিক্ষণ নিতে আসা বাস, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও টেম্পো চালকদের প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব ও সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

প্রশিক্ষণে উল্লেখ করা হয়, গণপরিবহনে চালক ও সহকারীদের ধূমপানের কারণে সাধারণ যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা প্রায়ই পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন এতে ধূমপান না করেও তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। ভিডিও উপস্থাপনার মাধ্যমে গণপরিবহনে ধূমপানের আইনি পরিণতি ও সাজার বিষয়েও চালকদের সতর্ক করা হয়।

বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বাস টার্মিনাল, রেলস্টেশন, বিমানবন্দর, নৌবন্দর ও সরকারি অফিসসহ সব ধরনের জনসমাগমস্থলে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। 

তামাকমুক্ত গণপরিবহন নিশ্চিত করতে বিআরটিএ ও ঢাকা আহ্ছানিয়া মিশন প্রতি সপ্তাহে নিয়মিত এই সচেতনতামূলক প্রশিক্ষণ পরিচালনা করছে।