বাসস
  ২৩ জানুয়ারি ২০২৬, ১৯:৫৫

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে: মির্জা আব্বাস 

শুক্রবার রাজধানীর আরামবাগ বালুমাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস কথা বলেন। ছবি: বাসস

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, পর্যাপ্ত খেলার মাঠের অভাবে দেশের তরুণ সমাজ বিপথগামী হয়ে পড়ছে। খেলাধুলার সুযোগ না থাকায় তারা মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। 

আজ শুক্রবার বিকেলে রাজধানীর আরামবাগ বালুমাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, তিনি কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিতে চান না। নির্বাচন এলেই অনেক প্রার্থী নানা ধরনের প্রতিশ্রুতি দেন উল্লেখ করে তিনি বলেন, এলাকার সন্তান হিসেবে তিনি তরুণদের মেধা বিকাশে কাজ করবেন এবং দখল হয়ে যাওয়া খেলার মাঠগুলো পুনরুদ্ধারে উদ্যোগ নেবেন।

তিনি বলেন, অতীতে যেসব স্থানে তিনি খেলার মাঠ নির্মাণ করেছিলেন, সেগুলো পরবর্তীতে স্বৈরাচারী সরকার দখল করে নেয়। ক্ষমতায় এলে সেসব মাঠ পুনরুদ্ধার করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি।

এর আগে মির্জা আব্বাস শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগে অংশ নেন। পরে আরামবাগে প্রীতি ফুটবল ম্যাচ শেষে অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় গণসংযোগ করেন এবং ধানের শীষের সমর্থনে এক মিছিলে অংশ নেন। এরপর তিনি ব্যাংক কলোনী মসজিদ এলাকায় গণসংযোগ করেন।

রাতের কর্মসূচির অংশ হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে রমনা কালিমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন।