বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ২০:১০
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২০:১৩

পিএসসির ড্রাইভার আবেদ আলীর ছেলে সিয়ামকে গ্রেফতার করেছে দুদক

পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলী (বামে) ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম (ডানে)। ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক ড্রাইভার আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

আজ মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, বিকালে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত সিয়াম রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ ও পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা। তার স্থায়ী বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামে।

দুদক জানায়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়। এ সংক্রান্ত মামলাটি দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে দায়ের করা হয়।

এর আগে, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়। পরে একই তারিখে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন।

দুদক জানায়, আদালতের পরবর্তী আদেশ অনুযায়ী আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।