বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৭:৪৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে চায় : রিজভী

রুহুল কবির রিজভী আহমেদ। ফাইল ছবি

শরীয়তপুর, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের মানুষ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চায়।

তিনি আজ দুপুরে, জেলার জাজিরা উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যে নির্বাচনের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবেন।

তিনি বলেন, এ জাতি গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। এ জাতি ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে। বার বার স্বৈরশাসক ও ফ্যাসিবাদীরা তাদের রক্তের ওপর দাঁড়িয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

রিজভী আহমেদ বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের মানুষ কখনও ভুলতে পারবে না। এদেশের সকল সংকট ও ক্রান্তিকালে একজন তরুণ সামরিক অফিসার হিসেবে যে দায়িত্ব পালন করেছেন, তা দেশের মানুষ কখনও ভুলবে না।

তিনি বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তার কর্মকাণ্ড, তার আদর্শ, তার পোশাক-পরিচ্ছদ, চলাফেরা অনুকরণীয় আদর্শ। তিনি এদেশের একজন সৎ ও যোগ্য রাষ্ট্রনায়ক ছিলেন।

রিজভী আরও বলেন, সে সময় অনেক রাজনীতিবিদ ছিলেন, অনেক বড় বড় কর্মকর্তা ছিলেন। কিন্তু তারা সেই দায়িত্ব তো পালন করেনি? কোথায় তার স্ত্রী, কোথায় তার সন্তানেরা এ কথা তিনি চিন্তা করেননি। সে সময় তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ অসলাম।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক বিশেষায়িত ডাক্তার দ্বারা দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ পত্র বিতরণ করা হয়।