শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): দেশের উচ্চশিক্ষা খাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় এপিইউবি নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
আজ সোমবার এপিইউবির পরিচালক বেলাল আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, এপিইউবি সভাপতি মো. সবুর খান ও মহাসচিব ইশতিয়াক আবেদিনের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রোববার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় এপিইউবি নেতৃবৃন্দ বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে জাতীয় সংসদে প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। যা বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে।
বেগম জিয়ার এই সিদ্ধান্তের ফলেই আজ দেশে ৪ লাখের বেশি শিক্ষার্থী আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। একই সঙ্গে দেশের মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বৈশ্বিক সংযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং এ খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শিক্ষিত তরুণ প্রজন্ম ও উদ্যোক্তাদের জন্য আধুনিক কর্মসংস্থানের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হিসেবে কনটেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং ও অনলাইন ট্রেডিং সুবিধার ওপর গুরুত্বারোপ করেন এবং এসব কার্যক্রমের সহায়তায় দেশে আধুনিক ‘হাই-টেক সিটি’ স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।
বৈঠকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও ট্রেজারার এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
এপিইউবি প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— সংগঠনের ভাইস চেয়ারম্যান কে বি এম মঈন উদ্দিন চিশতী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তামারা হাসান আবেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি- বাংলাদেশ (আইইউবি) ট্রাস্টি বোর্ডের সদস্য জাভেদ হোসাইন।