বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯

বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের ওয়েবসাইট উদ্বোধন

ছবি: আইএসপিআর

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস):  ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের (বিসিএএসপিএস) আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। 

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠান ও বিসিএএসপিএস-এর ওয়েবসাইট www.bcasps.org উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার বিষয়ক গবেষণায় স্বাধীন থিঙ্ক ট্যাংক হিসেবে বিসিএএসপিএস-এর যাত্রা শুরুর প্রতি দৃঢ় আস্থা ও আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি তার বক্তব্যে আরও বলেন, কার্যকরভাবে আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার মৌলিক ভিত্তি। এই পরিবর্তনশীল কৌশলগত পরিবেশে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ সুরক্ষার জন্য বিমান ও মহাকাশ-উভয় ক্ষেত্র সম্পর্কেই একটি সমন্বিত ও সুস্পষ্ট ধারণা গড়ে তোলা অত্যাবশ্যক।

অনুষ্ঠানে বিসিএএসপিএস- এর ভিশন: ‘বাংলাদেশের জাতীয় স্বার্থের সহায়তায় এবং বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিমান ও মহাকাশ শক্তি বিষয়ে জাতীয় সচেতনতা গড়ে তোলা এবং নীতিনির্ধারণে পরামর্শ প্রদানকারী একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।’ 

বিসিএএসপিএস প্রতিষ্ঠা একটি সময়োপযোগী ও ভবিষ্যতমুখী উদ্যোগের প্রতিফলন, যা জাতীয় নিরাপত্তা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার বিষয়ে বাংলাদেশের কৌশলগত ও বুদ্ধিবৃত্তিক সম্পৃক্ততার ক্ষেত্রে একটি উল্লেখ্যযোগ্য মাইলফলক। 

উল্লেখ্য, এই অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক অধ্যাপক শাহাব এনাম খান ‘মডার্নাইজিং এয়ারপাওয়ার ইন আ চেঞ্জিং ইন্দো-প্যাসিফিক: স্ট্র্যাটেজিক র‌্যাশনাল, টেকনোলজিক্যাল শিফটস, অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি ইমপ্লিকেশনস ফর বাংলাদেশ’ শীর্ষক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, এএইউবি-এর ভাইস চ্যান্সেলর, এফএসডিএস ও ওসিপিএএসএস এর চেয়ারম্যান, বিআইএমআরএডি এর ডিজি, একাডেমিসিয়ান এবং গবেষকরা, বিসিএএসপিএস এর গভার্নিং বডির সদস্যরাসহ আমন্ত্রিত ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।