শিরোনাম

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ‘বড় দল বলতে এখনো আওয়ামী লীগকেই মনে করি’— এমন মন্তব্য সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন বলে দাবি করে ‘প্রতিদিন খবর’ ও ‘কুমিল্লা নিউজ’ নামের দু’টি গণমাধ্যম প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজ থেকে ফটোকার্ড প্রকাশ করেছে। ফটোকার্ড দু’টি আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে শেয়ার করা হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বড় দল বলতে এখনো আওয়ামী লীগকেই মনে করি’— এমন মন্তব্য করেননি। বরং তিনি বলেছেন, ‘নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে এতদিন ধরে বোঝানো হতো এটি বড়দল।’
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
‘বাংলা ফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ—পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।