শিরোনাম

খুলনা, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেছেন, জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা রয়েছে।
তিনি আজ বুধবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ এবং সম্ভাবনা বিষয়ক এক আলোচনা সভায় এ কথা বলেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ)-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও অর্থ মন্ত্রণালয়ের জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপক ও সিইও মো. তৌহিদুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
সভায় মো. দাউদ আলী বলেন, জাপানে বয়স্ক জনগোষ্ঠী বাড়তে থাকায় এবং যুব কর্মগোষ্ঠীর স্বল্পতা থাকায় আগামীতে জাপানে প্রচুর দক্ষ কর্মীর চাহিদা সৃষ্টি হবে। আর এই চাহিদা কারা পূরণ করবেন তা পুরোপুরি নির্ভর করবে সেবা ও কারিগরি খাতে দক্ষতা এবং জাপানি ভাষাজ্ঞানের ওপর।
তিনি বলেন, জাপানে বিদেশি কর্মীর এই ক্রমবর্ধমান চাহিদা বাংলাদেশের জন্য জনশক্তি রপ্তানির বড় সুযোগ তৈরি করেছে। কারণ বাংলাদেশের রয়েছে এক বিশাল যুব কর্মশক্তি। তবে সেই সুযোগকে কাজে লাগাতে হলে আগ্রহীদের এক্ষুনি যথাযথ প্রস্তুতি নিতে হবে।
তিনি আরো বলেন, জাপানে প্রতি বছরে বিভিন্ন খাতে দক্ষ জনবলের প্রয়োজন হবে। অধিকন্তু জাপানে প্রায় বিনামূল্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণেরও সুযোগ রয়েছে। এজন্যও প্রয়োজন হবে জাপানি ভাষা জানা।
অনুষ্ঠানে বিএল কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, খুলনা মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান, টিটিসির অধ্যক্ষ জিয়াউর রহমানসহ শিক্ষাবিদ, প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।