শিরোনাম

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্ক মহাকাশ প্রতিনিধিদল।
আজ মঙ্গলাবার আনসার ও ভিডিপির সদর দপ্তরে তুরস্ক মহাকাশ গবেষণা দলের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
এতে নেতৃত্ব দেন পরিচালক আরিফ আতেস। সৌজন্য সাক্ষাতে তারা নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেন এবং পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম, সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ সহযোগিতা এবং ভবিষ্যৎ অগ্রগতির ধারাবাহিকতা সম্পর্কে আলোচনা করেন।
বাহিনীর বহুমাত্রিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং মাঠ পর্যায়ে বিস্তৃত স্বেচ্ছাসেবকদের সম্ভাবনায় কর্মপরিধি সম্পর্কে তুর্কি মহাকাশ প্রতিনিধিদল অবহিত হন। প্রতিনিধি দল সর্ববৃহৎ এই বাহিনীর সামগ্রিক উন্নয়নমুখী উদ্যোগের কথা শোনেন। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ উপস্থিত ছিলেন।