শিরোনাম

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মোহাম্মদ ইফফাতুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ বেতারের উপ-পরিচালক ও বিসিএস তথ্য ক্যাডারের ৩০তম ব্যাচের অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইফফাতুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। শোকবার্তায় বলা হয়েছে, মোহাম্মদ ইফফাতুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান এবং দক্ষ কর্মকর্তা ছিলেন। তথ্যসেবায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।