বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:২৩

শারীরিক প্রতিবন্ধীদের সমস্যা ও সমাধান বিষয়ক কর্মশালার উদ্বোধন করলেন সমাজকল্যাণ সচিব

সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ সোমবার ঢাকায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সুবর্ণ ভবনে শারীরিক প্রতিবন্ধীদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় নির্ধারণ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন। ছবি: পিআইডি

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় নির্ধারণ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেছেন সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। 

আজ সোমবার ঢাকায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সুবর্ণ ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সমাজকল্যাণ সচিব বলেন, প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধকতা দূর করতে হবে। খেলাধুলাসহ সমাজে তাদের অবদান কম নয়। 

তিনি বলেন, প্রতিবন্ধীদের ক্রমবিকাশে বাধাগুলোর উত্তরণ ঘটিয়ে তাদের কল্যাণ বিকাশে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।

আবু ইউসুফ বলেন, পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়নের প্রতিটি ধাপেই প্রয়োজন সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও দক্ষ ব্যবস্থাপনা। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালার আলোকে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কর্মশালায় সমাজকল্যাণ সচিব প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ভবন, যানবাহন, রাস্তাঘাট, শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, হাসপাতাল, আদালত, পুলিশস্টেশন, রেলস্টেশন, বাসটার্মিনাল, লঞ্চটার্মিনাল, বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দর, দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র, সাইক্লোন সেন্টার, সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান, পরিষেবার স্থান, বিনোদন ও খেলাধুলার স্থান, দর্শনীয় স্থান, পার্ক, গ্রন্থাগার, গণশৌচাগার, আন্ডারপাস ও ওভারব্রিজসহ জনগণের নিয়মিত যাতায়াতের সকল স্থানে পর্যাপ্ত সেবা ও সুবিধা প্রদান করতে নতুন নতুন কর্মপরিকল্পনার উদ্যোগ ও সুপারিশ গ্রহণ করার পমামর্শ দেন। 

কর্মশালায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা, ছাত্র, অভিভাবক, ভুক্তভোগী, শিক্ষক, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কর্মরত বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।