শিরোনাম

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
জামায়াত আমীরের পক্ষ থেকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময়ে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান মুসা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। শহীদ হাদিসহ চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা হলেন ডা. শফিকুর রহমান। আমীরে জামায়াতের জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ও দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা। জুলাই যোদ্ধাসহ সকল শহীদদের স্মৃতির উদ্দেশে বলতে চাই, আগামীর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।