বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৬

সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র দাখিল

ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ২ (সদর ও কামারখন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

আজ সোমবার সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ সময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মনোনয়নপত্রের প্রস্তাবক শাহ আলম টুকু এবং সমর্থনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার ও সিরাজগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মঞ্জুর হাসান মাহমুদ খুশি ছাড়াও  জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।