শিরোনাম

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) ২ কোটি ৫৫ লাখ ১২ হাজার ২১৪ টাকা আত্মসাতের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান।
চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাটি দায়ের করা হয়। মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (মানিলন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম।
অভিযুক্তরা হলেন, এসএওসিএল’র কর্মকর্তা (এইচআর) আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপক (হিসাব) ও ডিপো ইনচার্জ মোহাম্মদ মাহমুদুল হক, গোল্ডেন সিফাত এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ গিয়াস উদ্দিন গিয়াস, আজহার টেলিকমের স্বত্বাধিকারী মো. সোহেল রানা ও মেসার্স মদিনা কোয়ালিটির মালিক মো. মাসুদ মিয়া।
এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮-১৯ অর্থবছরে এলসি খোলা ছাড়াই ভুয়া ও অস্তিত্বহীন সরবরাহকারীর নামে চেক ইস্যু করে কোম্পানির অর্থ আত্মসাৎ করা হয়। অনুসন্ধানে দেখা যায়, এ্যাডেটিভস, লুব বেইজ অয়েল ও এইচআর প্লেট আমদানির নামে বিভিন্ন পেমেন্ট ভাউচার ও চেক ইস্যু করা হলেও সংশ্লিষ্ট ব্যয় কোম্পানির জার্নাল ভাউচার ও জেনারেল লেজারে অন্তর্ভুক্ত করা হয়নি।
দুদক জানায়, পাঁচটি চেকের মাধ্যমে মোট ২ কোটি ৫৫ লাখ টাকার বেশি অর্থ উত্তোলন ও স্থানান্তর করা হয়। এর মধ্যে তিনটি চেক ভুয়া সরবরাহকারী প্রতিষ্ঠানের হিসাবে জমা হয় এবং দু’টি চেকের অর্থ নগদে উত্তোলন করা হয়। এসব অর্থ পরস্পর যোগসাজশে আত্মসাৎ করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।
অনুসন্ধানে আরো উঠে আসে, প্রকৃত সরবরাহকারী প্রতিষ্ঠানের পরিবর্তে গোল্ডেন সিফাত এন্টারপ্রাইজ, আজহার টেলিকম ও মদিনা কোয়ালিটির হিসাবে অর্থ স্থানান্তর করা হয়। চেক জমাদান ও নগদ উত্তোলনে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন সরাসরি জড়িত ছিলেন।
দুদক সূত্র জানায়, অভিযোগ সংশ্লিষ্ট সাবেক পরিচালক মঈন উদ্দিন আহমেদ ২০২৫ সালের ২৬ এপ্রিল মৃত্যুবরণ করায় তার বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম গ্রহণ করা হয়নি।
মামলায় দণ্ডবিধির ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের কার্যালয়।