বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ২১:২৭

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কারণে ৩ জানুয়ারি জামায়াতের সমাবেশ স্থগিত 

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): চলমান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সঙ্গে সময়সূচি সাংঘর্ষিক হওয়ায় আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠেয় গণসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একই দিনে দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়, ‘৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

দলটি জানিয়েছে, পরবর্তীতে সমাবেশের নতুন তারিখ ঘোষণা করা হবে।