বাসস
  ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৫
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮

কক্সবাজারে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

ছবি : বাসস

কক্সবাজার, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সালাহউদ্দিন আহমদ চকরিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। এর আগে দুপুর দেড়টায় তিনি ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছান। 

মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।

এর আগে, গত ২২ ডিসেম্বর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সালাহউদ্দিন আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার প্রেস সচিব ছফওয়ানুল করিম। 

রোববার পর্যন্ত কক্সবাজারের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।