বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ২২:২৭
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ২২:৪৩

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তাসনিম জারা

তাসনিম জারা। ছবি : ফেসবুক

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা।

আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম, আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।’

স্বতন্ত্র প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, দলীয় প্রার্থীরা সাধারণত সাংগঠনিক শক্তি, স্থানীয় কার্যালয়, সংগঠিত কর্মী এবং নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা পান। ‘আমি যেহেতু কোনো দলের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছি না, তাই এসব সুবিধা আমার থাকবে না’ বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন,‘আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা, এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।’

আইনগত বাধ্যবাধকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনী আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীকে ঢাকা-৯ আসনের অন্তত ৪ হাজার ৬৯৩ জন নিবন্ধিত ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। তিনি বলেন, আগামীকাল থেকে এ স্বাক্ষর সংগ্রহ শুরু হবে এবং জনসমর্থন ছাড়া একদিনে এ কাজ সম্পন্ন করা প্রায় অসম্ভব।

তিনি সমর্থকদের স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসতে বা স্বাক্ষর সংগ্রহে সহায়তার আহ্বান জানান।

তাসনিম জারা বলেন, ‘কিছুদিন আগে নির্বাচনী তহবিল সংগ্রহের সময় আপনারা অনেকে ডোনেট করেছেন। 

আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে (স্বতন্ত্র হিসেবে লড়াই করা) যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা।’ যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তাদের অর্থ ফেরত পেতে একটি ফরম পূরণ করতে বলেন তিনি।

তিনি জানান, ট্রানজেকশন আইডি ও ডিটেইলস ভেরিফাই করার পরে অর্থ ফেরত দেওয়া হবে। আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন, তাদেরকে শিগগিরই জানাবো কী প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেওয়া হবে।