শিরোনাম

পিরোজপূর, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে।
এর আগে গত বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের সঙ্গী জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে এ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। তবে স্বাস্থ্যগত কারণে মোস্তফা জামাল হায়দার নির্বাচনে অনীহা প্রকাশ করায় আজকে এ মনোনয়ন পরিবর্তন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এ বিষয়ে বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের সাথে যৌথ আলোচনায় তিনি স্বাস্থ্যগত কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়ায় জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এতে জেলার তিনটি আসনের মধ্যে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের প্রার্থী চূড়ান্ত করলেও এতদিন ঝুলে ছিল পিরোজপুর-১ আসনের মনোনয়ন। পরে যুগপৎ আন্দোলনের সঙ্গী জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু স্বাস্থ্যগত কারণে তিনি নির্বাচনে অনীহা প্রকাশ করায় আজকে বিএনপি’র মনোনয়ন বোর্ড অধ্যক্ষ আলমগীর হোসেনকে প্রার্থী ঘোষণা করে।