বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:১৫

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন রাশেদ খান

রাশেদ খাঁন। ফাইল ছবি

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মো. রাশেদ খান।

আজ সংগঠনের সভাপতি নুরুল হক নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। 

পত্রে তিনি জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যক্রমে তিনি সভাপতির সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন।

পদত্যাগ পত্রে মো. রাশেদ খান বলেন, সংগঠনের স্বার্থে তার কোনো ভুল বা সীমাবদ্ধতা থাকলে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সভাপতির সম্মতি পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ শনিবার থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রাশেদ খান। তবে ভবিষ্যতে দলের সঙ্গে পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।