শিরোনাম

সাভার, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাভারে দিনভর প্রতীক্ষার পর অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দলীয় নেতা-কর্মীরা।
আজ শুক্রবার রাত ১০টা ০৫ মিনিটে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেন। এর আগে দুপুরে জুমার নামাজ আদায় শেষে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন।
পথিমধ্যে বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড়ের কারণে তার গাড়িবহর ধীরগতিতে চলতে থাকায় স্মৃতিসৌধে পৌঁছতে কিছুটা সময় লাগে। তবে প্রচণ্ড শীত উপেক্ষা করে হাজার হাজার নেতা-কর্মী ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর ও জাতীয় স্মৃতিসৌধ এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে এক পলক দেখার অপেক্ষায় থাকেন।
অবশেষে তারেক রহমান স্মৃতিসৌধে পৌঁছলে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তিনি দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে গত বৃহস্পতিবার দেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর দ্বিতীয় দিনেই তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে আসেন।
শ্রদ্ধা নিবেদন শেষে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে রাত সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার উদ্দেশে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন। এ সময় জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার আওতায় রাখা হয়।