বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৫, ২১:১২

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ

সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি সিবগাতুল্লাহ। কোলাজ : বাসস

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ অনলাইন ভোটে সাদ্দাম সভাপতি নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ।

সংবিধান অনুযায়ী, শপথ নেওয়ার পর নবনির্বাচিত সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন। 

নবনির্বাচিত সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে মাস্টার্সে পড়ছেন। এর আগে তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেল ও খুলনা মহানগরের সভাপতি ছিলেন।

অন্যদিকে, নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি এর আগে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন।