শিরোনাম

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শিক্ষাঙ্গণে অস্ত্র ও মাদকের সংস্কৃতি দূর করে মেধা ও নৈতিকতাভিত্তিক নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫।
আজ শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে অর্থসহ কুরআন তিলাওয়াত করা হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ কিশোর মুনতাসির আলিফের বাবা সৈয়দ গাজিউর রহমান সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় শহীদ, গুম ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘গত ৫৪ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। সেই অন্ধকার অধ্যায় কাটিয়ে শিক্ষাঙ্গণে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব এখন ছাত্রশিবিরের।’
তিনি আরও বলেন, ‘আমাদের মা-বোনেরা যেন শান্তি ও নিরাপত্তার সঙ্গে লেখাপড়া করতে পারে এবং প্রতিটি ছাত্র যেন তার মেধা বিকাশে মনোযোগী হতে পারে, ছাত্রশিবিরকে সে পরিবেশ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
সম্মেলনে দেশ-বিদেশের ছাত্র প্রতিনিধি, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।