শিরোনাম

ঢাকা, ২৫ ডিসেম্বর,২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বলেছেন, তাঁর আগমন দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। বিশেষ করে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল সরাসরি নেতৃত্ব থেকে বঞ্চিত ছিল। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা অনেকটাই পূরণ হবে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার প্রেক্ষাপটে পতিত ফ্যাসিবাদের সহিংস ও প্রতিহিংসার রাজনীতির নির্মম বাস্তবতাও স্মরণে আসে। পতিত ফ্যাসিবাদের প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে নির্বাসনে থাকতে হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসা চিরতরে উৎখাত করতে তারেক রহমানসহ সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে।
চরমোনাই পীর আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমান তাঁর বক্তব্যে নিজস্ব পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। সেই পরিকল্পনায় ইতিবাচক ও সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির বিকাশ এবং ফ্যাসিবাদের স্থায়ী বিলোপের সুস্পষ্ট বন্দোবস্ত থাকবে, এমন প্রত্যাশা করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, জুলাই অভ্যুত্থানের পরও দীর্ঘ সময় তারেক রহমান দেশের বাইরে থাকার পেছনে কিছু অস্পষ্ট কারণের ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশের একজন রাজনৈতিক নেতার দেশে আগমন অন্য কারও নিয়ন্ত্রণাধীন থাকবে, এটি গ্রহণযোগ্য নয়। এমন কোনো পরিস্থিতি থেকে থাকলে সকলকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন বলেও মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।