শিরোনাম

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই খালি পায়ে শিশিরভেজা ঘাসে হাঁটলেন ও মাটি স্পর্শ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি কিছুক্ষণ শিশিরভেজা ঘাসে হাঁটেন এবং মাটি স্পর্শ করেন। এই দৃশ্য উপস্থিত মানুষদেরকে ব্যাপকভাবে আবেগতাড়িত করে।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দেশ ও জাতির প্রতি কৃতজ্ঞতা ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে রওনা হন। সেখান থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।