শিরোনাম

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে ভোর থেকেই বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নিয়েছেন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি আরও ঘন হয়ে ওঠে।
বিভিন্ন জেলা ও থানা থেকে আগত নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড ও ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছেন। এ সময় তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’সহ নানা স্লোগান দেন।
বিমানবন্দর সংলগ্ন এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা-কর্মীরা খিলক্ষেত থেকে বসুন্ধরা আবাসিক এলাকার তিন’শ ফিট পর্যন্ত সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অবস্থান নেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। কেউ যাতে প্রধান সড়কে নেমে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর ফটক থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানীর পূর্বাচলের তিন’শ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। নির্ধারিত অনুষ্ঠানস্থলে ইতোমধ্যে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হয়েছেন। গণসংবর্ধনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।