শিরোনাম

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে, অটোচালক মো. রিয়াজ উদ্দিন শেরপুর থেকে কাঁধে করে নিয়ে এসেছেন প্রায় ৫০ কেজি ধান।
খালি গায়ে শীতের পুরো রাত রাস্তাতেই কাটিয়েছেন রিয়াজ।
রিয়াজ উদ্দিন বলেন, প্রিয় নেতাকে শুধু দেখব বলেই শেরপুর থেকে এসেছি। কাঁধে করে প্রায় ৫০ কেজি ধান নিয়ে সারা রাত খালি গায়ে রাস্তায় কাটিয়েছি।
তিনি আরও বলেন, আমার কোনো শীত লাগেনি। উল্টো গরম লাগছে। নেতা আসছেন শীত আবার কিসের? তাকে না দেখে এখান থেকে যাব না।
তিনি ধানগুলোকে তার প্রিয় নেতা তারেক রহমানকে দিতে চান।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে দেশে এসেছেন তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
দেশের আকাশে ঢোকার পর তারেক রহমান একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানেই লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’
তার জন্য রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ‘৩০০ ফিট’ নামে পরিচিত, সেখানে নির্মাণ করা হয়েছে সংবর্ধনা মঞ্চ। সেখানে বিএনপি’র লাখ লাখ নেতা-কর্মী ও সাধারণ মানুষ জাতীয় ও দলীয় পতাকা, স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে উৎসবমুখর এক জনসমুদ্রে পরিনত হয়েছে।
সেখানে দেখা গেছে একটি ব্যতিক্রমী দৃশ্য। শেরপুর থেকে আসা অটোচালক মো. রিয়াজ উদ্দিন কাঁধে করে নিয়ে এসেছেন প্রায় ৫০ কেজি ধান। এরূপ নানা দৃশ্য সেখানে চোখে পড়েছে।
গতকাল বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।