বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ০০:২৬

১৮টি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৮টি পরোয়ানাভুক্ত আসামি এস এম শফিকুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর রমনা থানা এলাকা থেকে বুধবার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম তাকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, শফিকুলের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা থানায় ১৮টি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ১৩টি সিআর সাজা পরোয়ানা এবং ৫টি সিআর পরোয়ানা।

আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার এ তথ্য নিশ্চিত করেন।