বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ২১:২৪

আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল তৈরির সরঞ্জামসহ একজন গ্রেফতার

ছবি : বাসস

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর আদাবর এলাকা থেকে বিদেশি পিস্তল, তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ হিমন রহমান শিকদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার দুপুর আনুমানিক ২ টার দিকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন (আইএডি)-এর গোপন তথ্যের ভিত্তিতে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী মেহেদির আদাবর থানার বাইতুল আমান হাউজিং এলাকার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত হিমন ও তার সহযোগী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বাসস’কে বলেন, ‘প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি যুবলীগের সঙ্গে চলাফেরা করলেও বর্তমানে সংগঠনের কোনো আনুষ্ঠানিক পদে নেই। এর আগে তিনি সম্ভবত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এসব তথ্য যাচাই-বাছাই সাপেক্ষ এবং বিস্তারিত তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

তার বিরুদ্ধে আগে কোনো মামলা বা নাশকতার প্রমাণ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হিমনের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা বা নাশকতায় যুক্ত ছিল কি না, তা এখনো যাচাই করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখে পরে বিস্তারিত জানা যাবে।