শিরোনাম

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে এবি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ বুধবার দুপুরে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর না হয়ে বরং বেদনাদায়ক হয়ে উঠতে পারে।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ভবিষ্যতে শরিফ ওসমান হাদির মতো কোনো প্রার্থী যেন নৃশংস সহিংসতার শিকার না হন, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ সতর্ক ও সচেষ্ট থাকতে হবে।
প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবে কার্যকর করতে হবে। প্রার্থীদের জন্য দৃশ্যমান ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ভোটাররা তাদের নাগরিক অধিকার নিশ্চিত হবে, এই বিশ্বাস থেকেই ভোট দেবেন বলে মন্তব্য করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
আগামী নির্বাচনে সেই নতুন পথ সুগম করতে ফেনীর ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।