বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫

চট্টগ্রাম কাস্টমস হাউজে রাজস্ব ফাঁকি: ১৯ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম কাস্টমস হাউজে রাজস্ব ফাঁকির অভিযোগে দায়ের করা একাধিক মামলায় ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলাগুলোতে আত্মসাতকৃত অর্থের পরিমাণ ধরা হয়েছে মোট ৪ কোটি ৩৩ লাখ ৪ হাজার ৮৩৬ টাকা।

আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদক  জানায়, বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ শাখায় দায়ের করা এসব মামলার তদন্ত শেষে কমিশন অভিযোগপত্র অনুমোদন করে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউজের সাবেক ও বর্তমান রাজস্ব কর্মকর্তা, আমদানিকারক এবং সিএন্ডএফ এজেন্টরা।

তদন্তে উঠে এসেছে, আসামিরা পরস্পরের যোগসাজশে অসৎ উদ্দেশ্যে আর্থিক লাভের জন্য প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে আমদানিকৃত পণ্যের প্রকৃত হারমোনাইজড সিস্টেম (এইচএস) কোড গোপন করে কম শুল্কযুক্ত এইচএস কোড প্রদর্শন করেন। এ ছাড়া ভুয়া বিল অব এন্ট্রি ও জাহাজি দলিল তৈরি ও ব্যবহার করে কাস্টমস শুল্ক ফাঁকি দিয়ে সরকারের বিপুল রাজস্ব আত্মসাৎ করা হয়।

দুদক জানায়, ২০১৯ সালে কাস্টমস হাউজ চট্টগ্রামের রাজস্ব ফাঁকির অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে মোট ১৯ জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় চার্জশিট দাখিল করেছে কমিশন।