বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ২১:৪৬

গানে গানে ছায়ানটের সংহতি সমাবেশ, সর্বস্তরের মানুষের ঢল

ছবি : বাসস

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সম্প্রতি দেশে ঘটে যাওয়া সংস্কৃতির ওপর সহিংস আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি-সমাবেশ করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের শিল্পী ও বিভিন্নস্তরের মানুষ এক কাতারে সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রতিবাদের শক্তিকে ধারণ করে সমবেত কণ্ঠে ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘ও আমার দেশের মাটি’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে বাজে মাদল’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান’, ‘মানুষ ছেড়ে খ্যাপা রে তুই’, ‘মানুষ হ’ মানুষ হ’, আবার তোরা মানুষ হ’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘হিমালয় থেকে সুন্দরবন’, ‘আমার প্রতিবাদের ভাষা’সহ আরও কয়েকটি গান পরিবেশন করেন।

গানে গানে ছায়ানটের এ সংহতি-সমাবেশে সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।