বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:০৯

আইনজীবী আলিফ হত্যা মামলা বিচারিক আদালতে প্রেরণ

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ফাইল ছবি

চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনি ধাপ শেষে মামলাটি বিচারিক আদালতে পাঠানোর জন্য আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বক্কর ছিদ্দিক আজ এই আদেশ দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ প্রদান করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এ সময় আইনজীবী আলিফের পিতা ও মামলার বাদী জামাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গত ১ জুন  চার্জশিট দাখিল করেন। পরে ১৫ আগস্ট শুনানি শেষে আদালত চার্জশিট গ্রহণ করেন। চার্জশিটভুক্ত ৩৯ জন আসামির মধ্যে বর্তমানে ১৭ জন পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ক্রোকি ও হুলিয়া জারি করা হয়েছে এবং পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। নিম্ন আদালতের সব আইনানুগ কার্যক্রম শেষ হওয়ায় মামলাটি এখন বিচার উপযোগী অবস্থায় রয়েছে।

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল। 

এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। 

গত ১ জুন আলিফ হত্যা মামলায় চট্টগ্রাম আদালতের সংশ্লিষ্ট শাখায় মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সিএমপির কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান চার্জশিট দাখিল করেন। 

মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।