বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ২০:২৭

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাবি ছাত্রদলের মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাবি ছাত্রদলের মিছিল। ছবি: বাসস

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল স্বাগত জানিয়ে মিছিল করেছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বাংলাদেশে, আসবে ফিরে বীরের বেশে’, ‘শিক্ষা-শান্তি-প্রগতি, ছাত্রদলের মূলনীতি’ এবং ‘আমার দেশ, তোমার দেশ, সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে রাবি শাখা শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশের মানুষের আশা-আকাঙ্খা বাস্তবায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে তারেক রহমান দেশে ফিরছেন। তিনি বাংলাদেশের জনগণের শক্তির ওপর ভর করেই সব ষড়যন্ত্র মোকাবিলা করবেন।

এ সময় রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, তারেক রহমানের আগমনের মাধ্যমে দেশ ও জাতির নেতৃত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। তিনি বলেন, ৩১ দফার আলোকে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বক্তব্য রাখেন।