বাসস
  ২২ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৬

এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন: মনিরুল হক চৌধুরী

ছবি: বাসস

কুমিল্লা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশ, জাতি ও গণতন্ত্র রক্ষার নির্বাচন।

তিনি বলেন, এ নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আর নির্বাচিত সরকারের প্রধান হবেন তারেক রহমান এবং তাঁর দেশ গড়ার নেতৃত্ব হবে বিশ্ব কাঁপানো নেতৃত্ব।

আজ সোমবার  বিকেলে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন মনিরুল হক চৌধুরী।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের লন্ডনের ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে যায়। 

তিনি বলেন, এদিকে একটি মহল ৫ আগস্টের পর থেকেই নানা ষড়যন্ত্র করে দেশকে নির্বাচন থেকে দূরে রাখতে চেয়েছে। এখনো ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র রুখে দিতে আপনাদের সজাগ থাকতে হবে। 

তিনি আরো বলেন, আপনারা জানেন দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন। এ মুহূর্তে তাঁর সুস্থতা দলের জন্য, দেশের জন্য ভীষণ প্রয়োজন।

কুমিল্লার ব্যাপারে মনিরুল হক চৌধুরী বলেন, আমি সদর দক্ষিণকে সাজানোর সময় প্রতিজ্ঞা করেছিলাম, সুযোগ পেলে কুমিল্লাকেও সাজিয়ে তুলব। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আপনারা আমাকে নির্বাচিত করে উন্নয়নের সুযোগ দিন। এসব স্কুল-কলেজ দেখলে মনে হবে প্রাচ্যের কোনো বিদ্যালয়। 

মমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ জেলা ও মহানগরের সর্বস্তরের নেতাকর্মী।