শিরোনাম

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭২২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, একটি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ১০৭ টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ২২৯ টি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭ টি বাস, ১১ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ১২২ টি।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১০৯ টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ২০৪ টি।
ট্রাফিক-মিরপুর বিভাগে ছয়টি বাস, তিনটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৯৭ টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ১৬৩ টি।
অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ২৬ টি বাস, চারটি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ২১০ টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ৪৪৩ টি।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮ টি বাস, ১০ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ১৩৯ টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ৩৪৬ টি।
ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, পাঁচটি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ৯৩ টি।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬ টি বাস, সাতটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৭৩ টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ১২২ টি।
এছাড়াও অভিযানকালে মোট ২৬২ টি গাড়ি ডাম্পিং ও ১০৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।
এতে বলা হয় ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।