বাসস
  ২১ ডিসেম্বর ২০২৫, ২০:০৫

দুই দিন বন্ধ থাকার পর পুনরায় জমে উঠেছে বিজয় বইমেলা

ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর কারণে দুই দিন বন্ধ থাকার পর আজ আবারও প্রাণ ফিরে পেয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণের বিজয় বইমেলা। বিকেল তিনটায় মেলা শুরু হওয়ার পর থেকেই পাঠক-দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। 

দুই দিন বন্ধের পর আজ চালু হওয়ায় প্রকাশকদের মধ্যেও ছিল বাড়তি প্রত্যাশা, আর তা পূরণ হয়েছে পাঠকের পদচারণায়। এছাড়াও আগামীকাল ২২ ডিসেম্বর মেলার শেষ দিন। এই কারণেও অন্যদিনগুলোর তুলনায় মেলায় পাঠক সমাগম বেশি দেখা গেছে। 

সরেজমিনে দেখা যায়, বিকেল গড়াতেই মেলার স্টলগুলোতে বইপ্রেমীদের আনাগোনা শুরু হয়। কেউ নতুন বইয়ের খোঁজে এক স্টল থেকে আরেক স্টলে ঘুরছেন, কেউ আবার পছন্দের বই কিনছেন। বিশেষ করে ইতিহাস, মুক্তিযুদ্ধ, জুলাই গণ-অভ্যুত্থান ও সমসাময়িক রাজনৈতিক বইয়ের স্টলগুলোতে ছিল বাড়তি ভিড়।

গ্রিপার মার্ক পাবলিকেশনের বিক্রয় প্রতিনিধি তাকিম শেখ জানান, টানা দুই দিন মেলা বন্ধ থাকায় বিক্রি ও পাঠক সংযোগে কিছুটা ভাটা পড়েছিল। তবে আজকের উপস্থিতি আগের তুলনায় ভালো। পাঠকরা তাদের পছন্দমতো বই কিনছেন।

পাঠকদের মধ্যেও ছিল স্বস্তির অনুভূতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী ইকবাল বলেন, বইমেলার শুরুতে একদিন এসেছিলাম। আজ আবার এসেছি। দুইটি বই কিনেছি। মুক্তিযুদ্ধ নিয়ে আরও একটি বই কিনব। 

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর শুরু হওয়া এই বইমেলা শেষ হবে আগামীকাল ২২ ডিসেম্বর। এবারের বিজয় বইমেলায় মোট ১৭০টি স্টল রয়েছে। যার মধ্যে রয়েছে দেশের শীর্ষ ১৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান।