শিরোনাম

নাটোর, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামের কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন সুদানের আবেই শহরে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত শান্তিরক্ষী কর্পোরাল মো. মাসুদ রানা। আজ বিকেল চারটায় তাঁর মরদেহ পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়।
এর আগে বোয়ালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেনের নেতৃত্বে সামরিক বাহিনীর একটি সুসজ্জিত দলের গার্ড অব অনার প্রদান শেষে মো. মাসুদ রানার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশীদ পাপ্পু, আসন্ন সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ও কেন্দ্রীয় বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু।
বেলা ২টা ৪০ মিনিটে সামরিক হেলিকপ্টারে ঢাকা থেকে নিহতের মরদেহ সালামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। এরপর সেনাবাহিনীর একটি এ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে যাওয়া হয় নিহতের বাড়ি সংলগ্ন বোয়ালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে।
নিহত কর্পোরাল মো. মাসুদ রানা ২০০৬ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত হন।
তিনি নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামের প্রয়াত সাহাব উদ্দিনের ছেলে। তিনি তাঁর মা ছাড়াও স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।