বাসস
  ২০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৯

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমোরো’র আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

ছবি : বাসস

ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৫ (বাসস): রাজধানীর কড়াইল বস্তির বিশেষ চাহিদা সম্পন্ন একদল ব্যক্তিকে নিয়ে গাজীপুর সাফারি পার্কে আনন্দ ভ্রমণ করেছে আত্মহত্যা প্রতিরোধমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ)। আনন্দ ভ্রমণ শেষে তাদেরকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। 

গতকাল শুক্রবার ‘শিশুদের স্বপ্নের পৃথিবী’ শীর্ষক দিনব্যাপী এই বার্ষিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে  ৫৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিসহ সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ মিলে  প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন। 

এদিন সকালে বনানীতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করে নেয় ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন। এরপর দুটি বাস ও একটি মাইক্রোবাসে করে সাফারি পার্কে রওনা দেওয়া হয়। সকালের নাস্তা ও  মধ্যাহ্নভোজসহ তারা দিনভর সাফারি পার্কের বিভিন্ন দর্শনীয় স্থান উপভোগ করেন। 

ব্রাইটার টুমোরো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান জানান, দরিদ্র ও সুবিধা বঞ্চিত এ ধরনের কিছু অবহেলিত মানুষের নির্মল আনন্দ ও বিনোদন প্রদানের পাশাপাশি তাদের শীতের কষ্ট লাঘব করাই এই আয়োজনের উদ্দেশ্য। মাত্র ক’দিন আগে বস্তিটিতে আগুন লেগে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাদের নিয়ে বিটিএফ এই কর্মসূচি হাতে নেয়।

এ আয়োজনে অংশ নেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সাবেক শিক্ষিকা কাজী লুৎফুন নিসা, কবি ও সাংবাদিক জুনান নাশিত এবং কোষাধ্যক্ষ সাংবাদিক রুহুল গণি জ্যোতি প্রমুখ।