শিরোনাম

গাজীপুর, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : গাজীপুর মহানগরীর পুবাইল থানার একটি কার্টন ফ্যাক্টরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আজ শুক্রবার বিকেল ৩টার দিকে পুবাইল থানার বসুগাঁও এলাকায় অবস্থিত দিশারী কম্পোজিট লিমিটেড নামক ফ্যাক্টরীতে এই অগ্নিকাণ্ড ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, স্টিল স্ট্রাকচারে নির্মিত তিনতলা ভবনটিতে হঠাৎ আগুন লাগার পর মুহুর্তের মধ্যে কারখানায় থাকা বিপুল পরিমাণ কার্টন ও দাহ্য কাঁচামাল পুড়ে যায়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটিসহ সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
কারখানায় বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিরাপত্তার খাতিরে কারখানার আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে টঙ্গী ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।