শিরোনাম

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী আজ বাংলাদেশি জনশক্তির উপর আস্থা অব্যাহত রাখার প্রেক্ষিতে মালয়েশিয়ার নিয়োগকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
তিনি মালয়েশিয়ার অর্থনীতি ও বাংলাদেশের উন্নয়নে প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেছেন।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টার বার্তা পাঠ করার পর দিবসটি উপলক্ষে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিতে এবং জাতীয় উন্নয়নে তাদের বৃহত্তর সম্পৃক্ততাকে উৎসাহিত করার জন্য, হাই কমিশন কুয়ালালামপুরের জি টাওয়ার হলে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন, প্রবাসী বাংলাদেশীদের জন্য পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র আয়োজন করে।
অনুষ্ঠানের সভাপতি হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী রেমিটেন্স এবং দক্ষতার মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাই কমিশনার আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের অধিকার প্রয়োগ করতে সক্ষম করার জন্য অন্তর্র্বতীকালীন সরকারের উদ্যোগে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
তিনি মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের ডাক ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের আহ্বান জানান এবং ভোটার নিবন্ধনে সহায়তা করার জন্য প্রবাসী পেশাজীবি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলির প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মালয়েশিয়ার মিশন প্রধান হেবা আবদেল লতিফ; মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা সংস্থার বিদেশী কর্মী ইউনিটের প্রধান হারিরি বিন হারুন; মালয়েশিয়ার ফেডারেশন ম্যানুফ্যাকচারার্সের ভাইস প্রেসিডেন্ট দাতো' নাথান কে. সুপ্পি; কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ মালয়েশিয়ার সিইও দাতো' রফিক; সিবিএল মানি ট্রান্সফার মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমান ফরাজী; এবং প্রবাসী শ্রমিকদের প্রতিনিধিত্বকারী রাকিবুল হাসান বক্তৃতা করেন।
বক্তারা বাংলাদেশি শ্রমিকদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করে মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উলে¬খ করেন।
তারা আরও বলেন, মালয়েশিয়ার সরকার, নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শ্রমিকদের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এ উপলক্ষে, হাইকমিশন মালয়েশিয়ায় বসবাসকারী প্রবাসীদের মধ্যে বিভিন্ন শ্রেণীর ২৩ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্মারক ক্রেস্ট এবং সনদপত্র দিয়ে সম্মানিত করে।
মালয়েশিয়ার অভিবাসন-সম্পর্কিত বিভাগের প্রতিনিধি, নিয়োগ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, প্রবাসী বাংলাদেশি, পেশাজীবি, শিক্ষাবিদ, কর্মী, সম্প্রদায়ের নেতা, মালয়েশিয়ার নাগরিক, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী সাংবাদিক এবং বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।